Header Ads Widget

Hot Jobs

5/hot jobs/ticker-posts

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা পদে নিয়োগ বিজ্ঞপ্তি - Biman Sena Job Circular 2020

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা পদে নিয়োগ

Join Bangladesh Airforce as a Biman Sena

Deadline: 20 Aug 2020

যোগদানের সম্ভাব্য তারিখঃ ২৮ মার্চ ২০২১

শিক্ষাগত যোগ্যতাঃ

শিক্ষা প্রশিক্ষক  : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান/গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যুনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে ।

অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের ন্যুনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যুনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে

সাইফার এসিস্ট্যান্ট : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি/বিকম/বিএ/সমমান-এ ন্যুনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহঃ

শিক্ষা প্রশিক্ষকঃ লিখিত পরীক্ষা (আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান); স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা ।
সাইফার এসিস্ট্যান্টঃ লিখিত পরীক্ষা (আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান); ব্যবহারিক, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা ।

বিমানসেনা আবেদনের যোগ্যতাঃ
১। বাংলাদেশী পুরুষ /নাগরিক
২। ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী ।
৩। বয়সঃ সর্বোচ্চ ২৮ বৎসর (২৮ মার্চ ২০২১ তারিখে)।
৪। বুকের মাপঃ ন্যুনতম ৭৮ হইতে ৮১ সেমি (৩০ ইঞ্চি-৩২ ইঞ্চি)।
৫। অবিবাহিত/বিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
৭। চোখঃ ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ( বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়) ।
৮। উচ্চতাঃ ন্যুনতম ১.৬৩ মি (৫ ফুট ৪ ইবি)

বিমানসেনা আবেদনের অযোগ্যতাঃ
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/সেচ্ছায় পদত্যাগ গ্রহণ ।
২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ড প্রাপ্ত।

বিমানসেনা পদে অনলাইনে আবেদনের পদ্ধতিঃ

অনলাইন পদ্ধতিতে সরাসরি https://www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/- দুইশত টাকা) পরিশোধ করা হলে রেজিজ্টিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে । এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে ।

এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে |

***সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে।

নির্বাচনী পরীক্ষার স্থানঃ 
পর্যায়ক্রমে http://www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ফলাফল প্রকাশঃ
৩০ আগস্ট ২০২০ থেকে পর্যায়ক্রমে https://www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষার স্থানঃ
বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।

বিমানসেনা নিয়োগ ২০২০



Apply Online: https://www.joinbangladeshairforce.mil.bd

Biman Sena Job Circular 2020 Entry 35 and Entry 20 for Cipher Assistant and Education Assistant


বিমানসেনাদের জন্য বিশেষ সুযোগ সুবিধাঃ

বেতন ও ভাতাঃ পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য ৷

উচ্চ শিক্ষাঃ বিমান বাহিনীর তন্তাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ ।

জাতিসংঘ মিশনঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ ।

বাংলাদেশ দূতাবাসঃ  বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ ।

সন্তানদের অধ্যয়নঃ ৪ সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ যুজিবুর রহমান ত্যাভিয়েশন আ্যান্ড এরোস্পেস ইউনির্ভাসিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ ।

বাসস্থানঃ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ ।

রেশনঃ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ ।

যাতায়তঃ বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ ।

চিকিৎসাঃ সামরিক হাসপাতালে নিজ, স্ত্রীও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ । পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।

রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট ।


বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য:
বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
ফোন: ০৯৬০৩-৯৯৯ ০০০

Apply Online for Bimansena: https://www.joinbangladeshairforce.mil.bd

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা পদে নিয়োগ বিজ্ঞপ্তি 
Biman Sena Job Circular 2020
বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০  এন্ট্রি নংঃ ৩৫ , এন্ট্রি নংঃ ২০
সল্প সময়ে ৪৬ তম বিসিএস এর সাজেশন ভিত্তিক প্রিপারেশনের জন্য কিনে নিন গাজী মিজানুর রহমান এর বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস - বিসিএস ডাইজেস্ট //ফ্রি হোম ডেলিভারি//

Post a Comment

0 Comments