Header Ads Widget

Hot Jobs

5/hot jobs/ticker-posts

MSS NGO Job Circular 2022 - 662 Posts Vacancy in Manabik Shahajya Sangstha

The Humanitarian Aid Organization, Manobik Sahajjo Songstha (MSS) is a nationally established voluntary development organization which has been conducting various developmental activities since 1974, including poverty alleviation of marginalized people. At present, small arms and medium and small entrepreneurs or activities are running through 154 branches of the organization. Applications are being invited from skilled, honest, enterprising and hardworking candidates for the following posts on urgent basis with a view to expanding the small scale program of the organization in different districts.

Manabik Shahajya Sangstha (MSS) Job 2022
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার ১৫৪টি শাখার মাধ্যমে ক্ষুদ্রবাণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা বা কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার ক্ষুদ্রণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে কর্মী নিয়োগের জন্য দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

৬৬০ পদে মানবিক সাহায্য সংস্থা (MSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি - MSS NGO Job Circular 2022

(১) জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ)/কুস্টার ম্যানেজার (এমএসই)ঃ ০৫ জন

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। অভিজ্ঞতাঃ জোনাল/রিজিওনাল ম্যানেজার /সমন্বয়কারী পদে ন্যূনতম ১ বছরের অথবা এরিয়া মানেজার পদে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মোট বেতনঃ স্থায়ীকরণের পর ৪৭,০০০-৫৫,০০০ টাকা। 

২) এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ)ঃ ১০ জন

৩) ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ)ঃ ৫০ জন

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ। বক্ষঃ সর্বোচ্চ ৪২ | শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। বক্ষসঃ সর্বোচ্চ ৪০ বৎসর। অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ১ বছর অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৪ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যূনতম ৩ বছর অভিজ্ঞতাসহ ক্ষুদ্রণ কার্যক্রমে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মোট বেতনা স্থায়ীকরণের পর ৩০,০০০ ৩৬,০০০ টাকা।

অভিজ্ঞতাঃ ক্ষুদ্রবণ প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার পদে ন্যূনতম ১ বছরের | অভিজ্ঞতা অথবা ব্রাহ্ম ম্যানেজার পদে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতাসহ মাঠ পর্যায়ে ন্যূনতম ৮ বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৪টি ক্ষুদ্রগণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর ৩৮,০০০ ৪২,০০০ টাকা।

৪) লোন এন্ড সেভিংস অফিসার (এমএসএমই)ঃ ২০ ডান

৫) কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও): ২০০ জন

শিক্ষাগত যোগ্যতঃ কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। যোগ্যতাঃ কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। অভিজ্ঞতাঃ ক্ষুদ্র প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠকর্মী / সমপদে ন্যূনতম ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সঃ সর্বোচ্চ ৩৫ বৎসর। মাসিক মোট বেতনঃ স্থায়ীকরণের পর ১৯,৪০০ ২৫ ১০০ টাকা।

৩৫ বৎসর। অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ/মাইক্রো এন্টারপ্রাইজ ঋণ কার্যক্রমে মাঠকর্মী/ সম্পদে ন্যূনতম ০২ বছর অভিজ্ঞতাসহ ঋণ কার্যক্রমে ৪ বছরের অভিজ্ঞতা এবং ৩-৪ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মোট বেতনঃ স্থায়ীকরণের পর ২১,৪০০ ২৯,৩০০ টাকা।

৬) প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)ঃ ৩৫০ জন

শিক্ষাগত যোগ্যতাঃ কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। বয়সঃ সর্বোচ্চ ৩২ বৎসর। | মাসিক মোট বেতনঃ শিক্ষানবিশকালে প্রথম তিন মাস ১৪,০০০ ১৫,০০০ টাকা, পরবর্তী তিন

৭) শাখা হিসাবরক্ষক (২৫ জন)

শিক্ষাগত যোগ্যতাঃ বানিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। বয়সঃ সর্বোচ্চ ৩২ বৎসর। মাসিক মোট বেতনঃ শিক্ষানবিশকালে প্রথম তিন মাস ১৪,০০০-১৫০০০ টাকা, পরবর্তী তিন

মাস ১৫,০০০ - ১৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ১৭,৩০০ – ২০, ৬০০ টাকা। মাস ১৫,০০০ - ১৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ১৭,৩০০- ২০, ৬০০ টাকা। (১, ২, ৩, ৪ ও ৫নং পদের জন্য অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে)

অন্যান্য শতবিলীঃ (১) সকল পদে শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে (২) সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে (৩) ১-৪নং পদের প্রার্থীদের মটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং ৫ ও ৬নং পদের প্রার্থীদের বাই-সাইকেল চালানোর মানুসিকতা থাকতে হবে (৪) সকল প্রার্থীর কম্পিউটারে ওয়ার্ড, এরোল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জন্য আবশ্যিক (৫) যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় কর্তৃক দুইজন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে (৬) চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ৩ ও ৪নং পদের প্রার্থীকে ১৫,০০০/- এবং ৫, ৬ ও ৭নং পদের প্রার্থীকে ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থ ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মানুযায়ী

লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে। অন্যান্য সুবিধাদিঃ উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/মটর সাইকেলের সুদবিহীন ঋণ সুবিধসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযেজ্য হবে। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাত ইত্যাদি মাসিক বেতনের অতিরিক্ত হিসেবে প্রদান করা হবে।

আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদের আগামী ২০/০৬/২০২২ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, বর্তমান/ সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ নিবাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫" বরাবর আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। আবেদন পত্র ও খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ্য করতে হবে।

এমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যমে (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র অন্য কোন মাধ্যমে টাকা দাবী করলে না নেওয়ার জন্য সংস্থা কর্তৃক অনুরোধ করা হলে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান SMS / মোবাইল ফোনের মাধ্যমে আনানো হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। ইতিপূর্বে যারা এমএসএস-এর চাকুরী হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে এমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। এমএসএস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েব সাইট www.mssbd.org/career এ পাওয়া যাবে।

(1) Zonal Manager (Micro Credit) / Coaster Manager (MSE): 05

| Educational Qualification: Post Graduate / Equivalent Pass in any subject. Maximum age is 45 years. Experience: Must have at least 1 year experience in Zonal / Regional Manager / Coordinator position or at least 4 years experience in Area Manager position. Monthly Total Salary: After stabilization 48,000-55,000.

2) Area Manager (micro loan): 10 people

3) Branch Manager (micro loan): 50 people

Educational Qualification: Post Graduate / Equivalent Pass in any subject. Chest: Maximum 42 | Educational Qualification: Undergraduate / postgraduate / equivalent pass in any subject. Chest: Maximum 40 years. Experience: Must have at least 4 years experience in microfinance program with minimum 1 year experience as branch manager in microfinance institution or at least 6 years experience in microfinance program with minimum 3 years experience in branch management as assistant branch manager. 30,000 monthly after fixing the total salary isbdt. 36,000.

Years. Experience: Minimum 1 year in the position of Area Manager in a small forest organization Experience or minimum 4 years work experience in the field of Brahmo Manager with minimum 6 years work experience at field level and experience in supervising and monitoring the activities of at least 4 minor branches. 36,000 - 42,000 after fixing the total monthly salary.

4) Loan and Savings Officer (MSME): 20 right

5) Community Development Officer (CDO): ​​200 people

Educational Qualification: Undergraduate / Postgraduate / Equivalent pass in any subject. Age: Maximum Educational Qualification: Undergraduate / postgraduate / equivalent pass in any subject. Experience: Must have a minimum of 2 years work experience in field work / assets in loan activities in small organization. Age: Maximum 35 years. Total Monthly Salary:bdt. 19,400 25,100 after stabilization.

35 years. Experience: Must have 4 years experience in loan activities with minimum 2 years experience in micro enterprise / micro enterprise loan activities in microfinance institution / assets and management of loan balance ofbdt. 3-4 crore. Total monthly salary:bdt. 21,400 29,300 after stabilization.

6) Trainee Community Development Officer (TCDO): ​​350

Educational Qualification: Undergraduate / postgraduate / equivalent pass in any subject. Age: Maximum 32 years. | Total Monthly Salary: 14,000 15,000 rupees for the first three months of apprenticeship, the next three months

6) Branch Accountant (25)

Educational Qualification: Undergraduate / Postgraduate / Equivalent pass in Commerce. Age: Maximum 32 years. Total monthly salary: 14,000-15,000 rupees for the first three months of apprenticeship, the next three

15,000 - 18,000 per month andbdt. 16,300 - 20,600 after stabilization. 15,000 - 18,000 per month andbdt. 16,300-20,800 after stabilization. (Maximum age limit is relaxed for highly skilled, experienced and qualified candidates for posts 1, 2, 3, 4 and 5 and subject to salary negotiation)

Other Shatabili: (1) Apprenticeship period for all posts is 06 months. However, training may be reduced / increased on the basis of skills in the workplace. (2) Candidates for all the posts should be interested to work in any work area of ​​the organization. (3) (4) All candidates must use Word, Errol, Bangla and English typing on computer and use of internet. 15,000 / - for the 3rd and 4th posts andbdt. 10,000 / - for the 5th, 6th and 7th candidates as per the rules of the company at the time of joining the job.

Dividends will be paid. Other benefits: Festival Allowance, Annual Increment, Provident Fund, Gratuity, Worker Safety Fund, Motorcycle Fuel and Maintenance Allowance, Mobile Phone Allowance, Medical Grant, Death / Accident Financial Assistance and Child Scholarship, Bicycle / Other benefits will be applicable as per the rules of the company including interest free loan facility for motorcycles. Phone allowance, motorcycle fuel and maintenance rice etc. will be provided in addition to the monthly salary.

Rules of Application: Photocopy of all Institutional Education Certificate and National Identity Card / Birth Registration Certificate, Photocopy of ID Card of current / last working organization (if applicable) and a newly taken copy of passport size color with full CV by 20/08/2022 Executive Director, Humanitarian Aid Agency (MSS), Cell Center (4th Floor), 29, Paschim Panthapath, Dhaka-1205 ". It should be noted.

MSS does not conduct financial transactions through any medium other than its own office (development, rocket and cash etc.). If any fraudulent group demands money from the aspiring candidate through any other means, if requested by the company not to take it. The date, time and place of the selection test for the written and oral test of the selected candidates will be brought only via SMS / mobile phone. Any type of lobbying for the job will be considered as disqualification of the candidate. Those who have already resigned from the MSS job must mention the MSS work experience in order to apply. The MSS Authority reserves the right to cancel the appointment with the amendment / addition of this recruitment notice. No TA / DA will be given for participation in the selection test.

This recruitment notice can be found on the company's website at https://www.mssbd.org/career.
সল্প সময়ে ৪৬ তম বিসিএস এর সাজেশন ভিত্তিক প্রিপারেশনের জন্য কিনে নিন গাজী মিজানুর রহমান এর বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস - বিসিএস ডাইজেস্ট //ফ্রি হোম ডেলিভারি//

Post a Comment

0 Comments