বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, কারন
পরীক্ষা খুবই সন্নিকটে। আশা করা যাচ্ছে সামনের অক্টোবর-নভেম্বর মাসে ব্যাংকের
নিয়োগ পরীক্ষা শুরু হবে। Bangladesh Bank Assistant Director exam is going to
happen very soon, most probably in October or November, as the corona
situation falls.
Bangladesh Bank Assistant Director Preparation - BB AD Preparation and Book
List
সহকারী পরিচালক,কেন্দ্রীয় ব্যাংক
পদ সংখ্যাঃ ১৮৮ টি।
পরীক্ষা হওয়ার সম্ভাবনাঃ অক্টোবর-নভেম্বর
♠প্রস্তুতি নিয়ে কিছু কথা=>
বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে প্রেস্টিজিয়াস ও লোভনীয় জবগুলোর একটি।।
একারণে বুঝতেই পারছেন প্রস্তুতিও আপনাকে সেই লেভেলের নিতে হবে।।
♦পরীক্ষা হবে মূলত তিনটি ধাপে=>
→প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ
→পরে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা
→সর্বশেষ ২৫ নম্বরের ভাইভা
সামনে যেহেতু এমসিকিউ পরীক্ষা তাই এই বিষয়েই আজকের আলোচনা।তবে আমি এমসিকিউ ও
লিখিত অংশের প্রস্তুতি পাশাপাশি রাখার পক্ষপাতী।।
#এমসিকিউ পরীক্ষার (১০০ নাম্বারের) পঠিতব্য বিষয়সমূহঃ
→বাংলা (সাহিত্য + ব্যাকরণ) (২০ নাম্বার)
→ইংরেজি (ব্যাকরণ + শব্দসম্ভার) (২০ নাম্বার)
→গণিত (৩০/২৫ নাম্বার)
→সাধারণ জ্ঞান (১৫/২০ নাম্বার)
→কম্পিউটার (১৫ নাম্বার)
#পাশ_বা_কাট_মার্ক
মোটামুটি ৭৫-৮০ টা প্রশ্নের উত্তর করাই সমীচীন।প্রশ্নের ধরন ও মান-বন্টন ভেদে কাট
মার্ক উপরে নীচে উঠানামা করতে পারে।তবে নেগেটিভ বাদ দিয়ে কারও নাম্বার ৬০ থাকলে
সে নিজেকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ বলে ধরে নিতে পারেন।
#রিডিং_মেটারিয়েলসঃ
সবগুলো বই সবার জন্য লাগে না,এখানে অনুশীলন এবং বেসিক বাড়ানোর জন্য বিষয়ভিত্তিক
অনুকূল সবগুলো সিলেক্টেড বইয়ের তালিকা দেওয়া হলোঃ
★সবার প্রথমে বিগত বছরের সরকারি ও বেসরকারি সকল ব্যাংকের প্রশ্ন সমাধানের জন্য
প্রফেসর'স এর KEY TO BANK JOB (সরকারি ও বেসরকারি ব্যাংক সর্বশেষ এডিশন) বইটা
কিনে সাথে রাখবেন,বই দুটো সম্পূর্ণ শেষ করুন।।বইটিতে বাজারের প্রচলিত বইয়ের
তুলনায় ভুল কম পাবেন।।
#বাংলার_জন্য=>
১)সৌমিত্র শেখর স্যারের বই (ব্যাকরণ ও সাহিত্য দুটোর জন্যই)।
২)মুনীর চৌধুরী স্যারের বাংলা ব্যাকরণ বই (৯ম-১০ম শ্রেণীর)।
৩)অগ্রদূত বাংলা ব্যাকরণ অনুশীলনের জন্য।(সর্বশেষ এডিশন)
৪)এছাড়াও যদি সম্ভব হয় মহসীনা নাজিলা আপুর বইটি এবং এম্পিথ্রিও অনুশীলনের জন্য
রাখতে পারেন।(সর্বশেষ এডিশন)
#গণিতের_জন্য=>
প্রথমে বিগত বছরের প্রশ্ন দেখে ১০-১২ টি টপিক নির্বাচন করে নিবেন যেখান থেকে
প্রশ্ন বেশি করা হয়।
(যেমন=>মিশ্রণ, সম্ভাব্যতা,অসমীকরণ, সমীকরণ,লাভ-ক্ষতি,শতকরা,সরল ও চক্রবৃদ্ধি
মুনাফা,সুদাসল,সংখ্যা,সময় ও কাজ,সরল,পরিমিতি,স্থানাংক জ্যামিতি,বিন্যাস ও সমাবেশ
প্রভৃতি)
(১) সাইফুরস-এর ম্যাথ বইটি ভাল
(২) ৮ম-১০ম শ্রেণীর (সাধারণ ও উচ্চতর গণিত) পাঠ্যবইয়ের গণিতসমূহ অনুশীলন
করা,প্রয়োজনে গণিতের জন্য ৮ম-১০ম শ্রেণির টিউশন করানো।
(৩) জেসকল ওয়েবসাইট হতে বর্তমানে প্রশ্ন কপি করা হচ্ছে প্রচলিত সেসকল ওয়েবসাইট
হতে টপিক বেইজ সময় নিয়ে ধরে ধরে গণিত অনুশীলন করা।( ইন্ডিয়া বিক্স,
আগারওয়াল,সাওয়াল.কম ইত্যাদি)
(৪) ঢাবির বিগত দশ বছরের বিবিএ ও এমবিএর গণিত অনুশীলন করা।
#ইংরেজির_জন্যঃ
(১)সাইফুর'স সিরিজের ইংরেজির উপর সকল বই ভাল।
(২) ভোকাবুলারির জন্য WORD SMAT I & II by The Princeton Review
(৩) A Competitive English for Job Exam by Fazlul Haque অনুশীলনের জন্য।
(সর্বশেষ এডিশন)
(৪) বেসিকের জন্য Barron's & Cliffs TOEFL এর গ্রামার বই দুইটি দারুণ।
#সাধারণ_জ্ঞানের_জন্যঃ (অধিকাংশ প্রশ্ন হবে সাম্প্রতিক বিষয়ের উপর)
তাই=>
(১)প্রতিদিন দৈনিক প্রথম আলো পত্রিকাটি এবং Financial Express (এটা
শুধুমাত্র দৈনিক ১টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনুশীলনের জন্য) শুরু থেকে শেষ
পরজন্ত পড়বেন।পত্রিকা পড়তে জতটুকু সময় লাগে দিবেন।
(২) প্রতি মাসে মাসিক প্রফেসর'সের কারেন্ট এফেয়ারস বইটি শুরু থেকে শেষ পরজন্ত
পড়বেন।
(৩) আলাল'স সাম্প্রতিক জিকে আওয়ার বইটি সংগ্রহ করবেন (সর্বশেষ এডিশন)।
(৪) এছাড়াও স্ট্যাটিক বিষয়ের অধিকতর অনুশীলনের জন্য এম্পিথ্রি ভলিউম ১ম ও ২য়---বই
দুইটি কিনে রাখতে পারেন।
#কম্পিউটারের_জন্যঃ
(১) Examveda সাইটের কম্পিউটার (বাজারে কিনতে পাওয়া যায়)
(২) প্রচলিত সকল ওয়েবসাইটের কম্পিউটার বেইজ প্রশ্ন সমাধান করা।
(৩) ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বইটি অনুশীলনের জন্য সংগ্রহে রাখা
যায়।(সর্বশেষ এডিশন)
★★বিঃদ্রঃ
এছাড়াও যারা উপরের বইগুলো সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবেন তাদের অধিকতর অনুশীলনের
জন্য BARRON'S SAT, GRE BIG BOOK & GMAT এসকল বই থেকেও ইংরেজি ও গণিতের
অনুশীলন করে নিতে পারবেন।।বই যেটাই পড়ুন না কেন,বিষয়ভিত্তিক ১ টা বা ২ টা বই
সম্পূর্ণ ভালভাবে শেষ করার চেষ্টা করবেন।।
#প্রস্তুতি_প্রক্রিয়া =>
মনে করুন আর দুই মাস পরে এডির প্রিলি এক্সাম হবে।তাহলে নিজের প্রস্তুতিটাকে
এমনভাবে সেট করুন যেন আগামী দুই মাস ধারাবাহিকভাবে ৬ ঘন্টা করে পড়তে পারেন।আর
অবশ্যই এই ৬ ঘন্টা প্রিলির প্রস্তুতির পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি
নিবেন।গুরুত্বপূর্ণ ও কনফিউজিং জিনিসগুলো নোট রাখুন যাতে আবার সারা বই না খুঁজতে
হয়।
♠♣সেটা কিভাবে=>
(১)আপনি যখন সম্পূর্ণ পত্রিকা পড়ছেন তখন পত্রিকার সম্পাদকীয় বা অর্থনীতি অংশ হতে
প্রতিদিন যেকোনো দুটি প্যারা বাংলা এবং ইংরেজিতে অনুবাদ করে ফেলুন।সময় নিন দুটি
অনুবাদের জন্য ৩০/৩৫ মিনিট।।এরপর গুগল ট্রান্সলেটরের মাধ্যমে শুদ্ধি পরীক্ষা
করুন।
(২) ম্যাথের অনুশীলন বিস্তারিতভাবে করুন।
(৩) পত্রিকার ফ্রন্ট ও বেক পেইজ, ইকোনমি পেইজ,এডিটোরিয়াল পেইজ আর বিদেশ অংশ হতে
প্রয়োজনীয় ডাটা কালেক্ট করে খাতায় লিপিবদ্ধ করে রাখুন যেন লিখিততে কাজে দেই।
(৪) এছাড়াও আপনি যদি প্রিলির জন্য কারেন্ট এফেয়ারস বইটি ভালভাবে শেষ করেন,ঐখান
থেকে প্রতিমাসেই আপনি সাম্প্রতিক দুই তিনটা টপিক মুখস্থ করে ফেলতে পারবেন।কারণ
ব্যাংকের ফোকাস রাইটিং ম্যাক্সিমাম সাম্প্রতিক বেইজড হয়।
★★★একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পদ সংখ্যা মাত্র
১৮৮ টি।।কাজেই অধিকাংশ প্রার্থীর স্বপ্নভংগ হবে,এটাই স্বাভাবিক।আপনার পরিশ্রমের
সাথে যখন ভাগ্যটা মিলবে তখনই আপনার ভাল কিছু হবে।সেই পরজন্ত আপনাকে ধৈর্য সহকারে
লেগে থাকার মন মানসিকতা রাখতে হবে।।এটাও মনে রাখবেন ঈশ্বর কখনো পরিশ্রমকারীদের
নিরাশ করেননি অর্থাৎ খালি হাতে ফেরাননি।
ধন্যবাদ সকলকে
রুবেল চৌধুরী
সিনিয়র অফিসার, সোনালি ব্যাংক লিঃ;
সাবেক অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক।
2 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteBrother i Want to write bolg for your website.
ReplyDelete