কম সময়ে প্রিলির প্রস্তুতি গুছাতে চাই। এক্ষেত্রে বিষয়ভিত্তিক কোন টপিকগুলোকে গুরুত্ব দিবো?
বিসিএস প্রিলিতে ২০০ নম্বর।
এক্ষেত্রে #কাট_মার্কস ১২০ নম্বর (ধরলাম)।
মানে #৬০%_নম্বর পেলেই অাপনি উত্তীর্ণ হতে পারছেন।
তার মানে অামি যদি ১ মাসের একটা প্রস্তুতি গোছাতে চাই তাহলে প্রথম ধাপে #১৩০_নম্বরের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিবো। এটাও বলে রাখি অাপনি যদি ১৫০ নম্বরের প্রস্ততি ভালো মতো নিয়ে যান অাপনি সেখানে ১২০ অাশা করতেই পারেন, কারণ টপিক রিলেটেড প্রস্তুতি পুরোটাই। অাগে না পড়ে থাকলে ২০০ এর প্রস্তুতি নিতে গিয়ে জল ঘোলা করতে যাবেন না। ধরা খাবেন।
সেক্ষেত্রে অামি প্রথমে কাঙ্খিত #মানবন্টন দাঁড় করাই। চলুন দেখি
.......................................................
★ বাংলা ২০ নম্বর (৩৫ নম্বরে)
★ ইংরেজি ২৫ নম্বর (৩৫ নম্বরে)
★ বাংলাদেশ বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)
★ অান্তর্জাতিক বিষয়াবলী ১৫ নম্বর (২০ নম্বরে)
★ ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)
★ নৈতিকতা ও সুশাসন ৪ নম্বর (১০ নম্বরে)
★ গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
★ সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
★ কম্পিউটার ১০ নম্বর (১৫ নম্বরে)
মোট ১৩০ নম্বর (২০০ নম্বরে)
.......................................................
এবার অাসেন বিষয়ভিত্তিক #অালোচনা।
অামি এ টপিকগুলোকে বলবো Must to know টপিক। এগুলো অাগে পড়ে ফেললে অাপনি নিশ্চিন্ত থাকতে পারবেন অাপনার টার্গেটের খুব কাছাকাছি অাপনি চলে এসেছেন।
চলুন বিষয়ভিত্তিক দেখা যাক
.......................................................
#বাংলা ভাষা ১০ নম্বর (১৫ নম্বরে)
বানান শুদ্ধকরণ,
পরিভাষা,
সমার্থক শব্দ,
ধ্বনি,
শব্দ,
বাক্য,
প্রত্যয়,
সমাস,
সন্ধি।
#বাংলা সাহিত্য ১০ নম্বর (২০ নম্বরে)
★ প্রাচীন যুগ- চর্যাপদ (১ নম্বর)
★ মধ্যযুগ-
শ্রীকৃষ্ণকীর্তন (১ নম্বর),
পদাবলী (১ নম্বর),
লোকসাহিত্য (১ নম্বর),
অারাকান রাজসভায় বাংলা সাহিত্য (১ নম্বর)
★ অাধুনিক যুগ
২০ টা টপিক পড়বেন। ৫ সিউর অাসবে, বেশিও অাসতে পারে।
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. কাজী নজরুল ইসলাম
৪. জসীম উদদ্দীন
৫. শামসুর রহমান
৬. বেগম রোকেয়া
৭. প্রমথ চৌধুরী
৮. মাইকেল মধুসূদন দত্ত
৯. দীনবন্ধু মিত্র
১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১. মীর মোশাররফ হোসেন
১২. জীবনানন্দ দাশ
১৩. হাসান হাফিজুর রহমান
১৪. সেলিম অাল দীন
১৫. শওকত ওসমান
১৬. হুমায়ুন অাহমেদ
১৭. নির্মলেন্দু গুণ
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন
২০. ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ
.......................................................
#ইংরেজি_ভাষা 17 marks (within 20 marks)
1. Parts of speech (06)
Noun
Number
Participle
Adverb
Preposition
2. Phrase & Idioms (03)
3. Clause (01)
4. Correction (01)
5. Voice, Narration (01)
6. Spelling (01)
7. Condition (01)
8. Agreement (01)
9. Tense (01)
#ইংরেজি_সাহিত্য 08 marks ((Within 10 marks)
1. Literaray terms
2. Period of English Literature
3. William Shakespeare
4. Romantic Age (02 marks)
5. G.B Shaw
6. W.B Yeats
7. Thomas Gray
8. লেখকদের বিখ্যাত উক্তি
9. উপাধি
.......................................................
#বাংলাদেশ_বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)
১. মুঘল অামলে বাংলাদেশ (০১)
২.ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অামলে সংস্কার, উন্নয়ন ও অান্দোলন (০১)
৩. ভাষা অান্দোলন (০১)
৪. ছয় দফা (০১)
৫. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর (০৩)
৬. কৃষি (০৩)
৭. সংবিধান (০৩)
৮. জাতীয় বিষয়াবলি ও অর্জন (০১)
৯. সংস্কৃতি ও খেলাধূলা (০১)
১০. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী (০৩)
১১. অর্থনীতি (০৩)
.......................................................
অান্তর্জাতিক বিষয়াবলী ১২ নম্বর (২০ নম্বরে)
★ বিশ্ব সভ্যতা, অালোচিত দেশ (৩ নম্বর)
★ ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, চুক্তি ও সনদ (৩ নম্বর)
★ সাম্প্রতিক তথ্য (৩ নম্বর)
★ অান্তর্জাতিক সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান (৩ নম্বর)
.................................................
ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)
★ বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (২ নম্বর)
★ বাংলাদেশের পরিবেশ (২ নম্বর)
★ বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ (২ নম্বর)
★ প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (২ নম্বর)
..................................................
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ৬ নম্বর (১০ নম্বরে)
★ দক্ষ প্রশাসকের ভূমিকা, গুণাবলী (১ নম্বর)
★ মূল্যবোধ ও সুশাসনের ব্যাসিক অালোচনা (৩ নম্বর)
★ বিখ্যাত উক্তি ও গ্রন্থ (১ নম্বর)
★ বাংলাদেশের সংবিধান (২ নম্বর)
.................................................
গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ পাটিগণিত ৩ নম্বর
ল.সা.গু ও গ.সা.গু
শতকরা
লাভক্ষতি
মুনাফ
অনুপাত
★ বীজগণিত ৫ নম্বর
সকল সূত্র
লগারিদম
ধারা
সেট
বিন্যাস-সমাবেশ
সম্ভাব্যতা
★ জ্যামিতি ২ নম্বর
চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা
.................................................
মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
★ সিরিজ সংক্রান্ত সমস্যা
★ চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো
★ পঞ্জিকা বিষয়ক
★ শুদ্ধ বানান (বাংলা ও ইংরেজি)
★ সমার্থক ও বিপরীত শব্দ
★ Analogy
★ অায়নায় শব্দের প্রতিফলন
★ দিক নির্ণয়
.................................................
সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
★ ভৌত বিজ্ঞান
শক্তির উৎস ও ব্যবহার
তাপবিদ্যা
অালোকবিজ্ঞান
স্থির ও চল তড়িৎ
★ জীববিজ্ঞান
টিস্যু
অণুজীববিজ্ঞান (ভাইরাস ও ব্যাকটেরিয়া)
খাদ্য ও পুষ্টি
রক্ত, রক্তচাপ, সঞ্চালন
জিনতত্ত্ব
★ অাধুনিক পদার্থবিজ্ঞান
গ্রীন হাউজ গ্যাস
সাধারণ রোগ ও প্রতিকার
বায়ুমন্ডল
পৃথিবী সৃষ্টি
.................................................
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ ইনপুট ও অাউটপুট ডিভাইস
★ কম্পিউটারের বাস, স্মৃতি ও মেমরী
★ সংখ্যাপদ্ধতি, লজিক গেইট
★ ই কমার্স, সামাজিক যোগযোগ ( Social Network)
★ স্মার্টফোন
★ ইমেইল, ব্লুটুথ, ইনফ্রারেড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স
★ ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন
★ প্রটোকল
.................................................
এই হলো অাপনার #Must_to_know টপিক লিস্ট।
★ এই স্টেপ শেষ হলে কিছু বিষয়ে অাপনার অার একদমই পড়তে হবে না। কিছু বিষয়ে অারো কিছু নাম্বার বাড়াতে করতে অারো কিছু টপিক যোগ করবো।
★ পরবর্তী পর্যায়ে ইংরেজি, বাংলাদেশ, ভূগোল, নৈতিকতা-সুশাসন, কম্পিউটার অার কোনো কিছু নতুন যোগ করছি না। মানে এ সকল বিষয়ের প্রস্তুতি অাপাতত এতোটুকুই যথেষ্ট।
★ নতুন টপিক যোগ হবে
বাংলায় (৫ নম্বর বাড়াতে),
অান্তর্জাতিক (৫ নম্বর বাড়াতে),
গণিত (৫ নম্বর বাড়াতে),
বিজ্ঞান ( ৫ নম্বর বাড়াতে)
40th BCS Preliminary Preparation
BCS Preliminary Suggestion
BCS Preparation
40th BCS Suggestion
#ধন্যবাদ_নিরন্তর :-)
ডাঃ মাসউদ জাহান
সিলেট মেডিকেল কলেজ
0 Comments