Header Ads Widget

Hot Jobs

5/hot jobs/ticker-posts

বিনা অভিজ্ঞতায় ৭২০ পদে আশা এনজিও তে মাঠ কর্মী নিয়োগ

Deadline: ২০ ফেব্রুয়ারি, ২০১৯

ASA NGO JOB CIRCULAR 2019

উৎসঃ  দৈনিক প্রথম আলো- Feb 7, 2019

ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা’য় ‘জুনিয়র লোন অফিসার’ পদে ৭২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র লোন অফিসার (জেএলও)
পদসংখ্যা:
  1. ঢাকা-১৩৫,
  2. চট্টগ্রাম-১১০,
  3. কক্সবাজার-৭৫,
  4. খাগড়াছড়ি-২৫,
  5. কুমিল্লা-১২৫,
  6. নোয়াখালী-২৫,
  7. দিনাজপুর-৬০,
  8. রংপুর-৮৫,
  9. খুলনা-৪৫,
  10. নড়াইল-৩৫ জন

শিক্ষাগত যোগ্যতা: 
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: ১৩,৮৬০-১৭,৩৬৪ টাকা

আবেদনের নিয়ম: 
আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স ও জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ধর্ম ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখপূর্বক প্রেসিডেন্ট-আশা বরাবর আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০১৯





Download Circular

বিঃ দ্রঃ  ভালোভাবে বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন। বিজ্ঞপ্তির বাইরে বিজ্ঞপ্তি সম্পর্কিত কোন তথ্য দিতে আমারা অপারগ।

Post a Comment

0 Comments