Header Ads Widget

Hot Jobs

5/hot jobs/ticker-posts

বাসায় থেকে নিজেই চাকরীর আবেদন করুন

বিস্তারিত নিচে দেখুন
আপনারা যারা এই করোনা ভাইরাসের কারনে কম্পিউটারের দোকানে গিয়ে চাকরীর আবেদন করতে পারছেন না তারা বাসায় বসেই আবেদন করে ফেলুন।
আবেদন করার জন্য যা লাগবেঃ

১. ইন্টারনেট কানেশন যুক্ত একটা মোবাইল।

২. ছবির সফট কপি ও আপনার স্বাক্ষর। যাদের এই দুটোর সফট কপি নাই তারা হার্ড কপি থেকে ছবি তুলে Fast Scanner বা CS Scanner এপস দিয়ে স্ক্যান করে ছবি ও স্বাক্ষর ফ্রেশ, পরিষ্কার করে নিতে পারেন।

৩. মোবাইল ফোনে Photo Editor বা Pic Say নামে একটা ছবি রিসাইজ করার এপস ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে।
অথবা এই website এ গিয়ে http://bpsc.teletalk.com.bd/ncad/imsize.php  অনলাইনেও ছবি resize করতে পারবেন।
* website এ দেখুন  Online Image Resize Tools আছে সেখানে ক্লিক করুন।
* এর পরে আপনার ছবি Browse করে Upload করুন।
* Continue to edit picture এ ক্লিক করুন ।
* Select a new size for your picture: এ ক্লিক করে Custom Size বাছাই করুন।
* এর পরে Width এবং Height এর ঘরে ছবির জন্য 300 & 300 এবং স্বাক্ষর এর ক্ষেত্রে 300 & 80  লিখুন (অথবা সার্কুলারে যে পিক্সেলের ছবি চেয়েছে সেই পিক্সেল দিন)।
* Save As: এ Image File Format: JPG select করুন।

* JPG Max Filesize: (Optional) এই ঘরে ছবির ক্ষেত্রে 99 এবং স্বাক্ষরের ক্ষেত্রে 59 লিখুন।  (অথবা সার্কুলারে যে KB এর ছবি চেয়েছে সেই KB দিন)
*  I'm Done, Resize My Picture! এ ক্লিক করুন।
* পরের Save to Disk এ ক্লিক করে ছবি save করুন।

৪. তারপর যে চাকরীতে আবেদন করবেন সেটার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে ঢুকুন। এরপর আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে ক্লিক করে পরের স্টেপে যান।

৫. পরের স্টেপে আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী দিয়ে ফাঁকা ঘর পূরণ করুন।

৬. শেষ স্টেপে দেখুন আপনার সরবরাহকৃত তথ্যে কোথাও ভুল আছে কিনা? যদি না থাকে তবে আপনার রিসাইজ করা ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এরপর সাবমিট এপ্লিকেশনে ক্লিক করুন। ক্লিক করা শেষে আপনার এপ্লিক্যান্ট কপিটা ডাউনলোড করে রেখে দিন। এবং এপ্লিক্যান্ট কপিতে সরবরাহ করা নিয়ম দেখে টেলিটক সিমের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগেই টাকা পাঠান। তারপর যে পাসওয়ার্ড ও ইউজার আইডি আসবে সেগুলো সংরক্ষণ করুন পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য।

******************

আমাদের অ্যাপ এর পক্ষ থেকে অনলাইনে চাকরির আবেদন করুন ফ্রী

শুধুমাত্র যাদের সমস্যা অনুগ্রহ করে তারাই যোগাযোগ করুন।

Android App: Job Circular

বর্তমান পরিস্থিতে যারা আবেদন করতে পারছেন না / যাদের কম্পিউটার নেই বা বাইরে গিয়ে আবেদন করতে পারছেন না তারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদন করতে চাইলে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন।

Step-1:
  •  আপনার CV, Photo ও Signature আমাদের কাছে পাঠান। 
  • প্রতিষ্ঠানের নাম ও পদের নাম লিখুন।
  • CV তে একটি চাকরির জন্য যেসকল তথ্য সাধারনত চেয়ে থাকে সেগুলো আছে কিনা নিশ্চিত হউন।
Step-2:
  •  আবেদন করার পরে আপনাকে আমরা Applicants Copy প্রদান করব। যদি কোন ভুল থাকে সেটি আমাদের জানাবেন তাহলে আমারা সংশোধন করে আপনাকে পুনরায় প্রেরণ করব। 
  • Applicants Copy তে প্রদত্ত USER ID ব্যবহার করে আবেদন ফী প্রদান করুন। 
  • তবে যাদের আবেদন ফী প্রদানেও সমস্যা আপনি চাইলে আমাদের মাধ্যমেও আবেদন ফী পাঠাতে পারেন।
  • মনে রাখবেন একবার টাকা প্রদান করলে আপনি আপনার আবেদন আর সংশোধন করতে পারবেন না। তাই আবেদন ফী প্রদানের পূর্বে অবশ্যই আপনার আবেদনের তথ্য সঠিক আছে কিনা ভালোভাবে যাচাই করে নেবেন। এর পরেও কোন ভুল হলে দায়দায়িত্ব আপনার। 
 CV, Photo, Signature পাঠানোর প্রক্রিয়া।

আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।

Message On Facebook Page:
https://www.facebook.com/BDCareerGuide

Join Facebook Group:
https://www.facebook.com/groups/CareerGuideBD

-----------

আমাদের এই অ্যাপ টি যদি ভাল লাগে এবং আপনি উপকৃত হন তাহলে অ্যাপ টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ ও চাকরির প্রস্তুতি সংক্রান্ত নোটিফিকেশন পেতে আমাদের অ্যাপ টি ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

App Download Link: 

https://play.google.com/store/apps/details?id=com.careerguidebd.jobcircular

fb.com/BDCareerGuide

Let's block ads! (Why?)


বাসায় থেকে নিজেই চাকরীর আবেদন করুন - Job Circular 2020 - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
সল্প সময়ে ৪৬ তম বিসিএস এর সাজেশন ভিত্তিক প্রিপারেশনের জন্য কিনে নিন গাজী মিজানুর রহমান এর বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস - বিসিএস ডাইজেস্ট //ফ্রি হোম ডেলিভারি//

Post a Comment

0 Comments